লকডাউনে উবারের সেবা চালু

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২১, ০৮:০৪

করোনাভাইরাস

সরকারের নির্দেশনা মেনে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শর্তে রাইড শেয়ারিং অ্যাপ উবার তাদের সেবা চালু করেছে। তবে উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উবারের মুখপাত্র।

এর আগে গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জরুরি বিজ্ঞপ্তিতে আজ বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব সিটি করপোরেশনের এলাকায় শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। সরকারের এই বিজ্ঞপ্তির আলোকেই উবার তাদের সেবা চালু করেছে। সে হিসেবে কেবল সিটি করপোরেশন এলাকায়ই উবারের সেবা নেওয়া যাবে।

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত সোমবার গণপরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপের পর রাইড শেয়ারিং অ্যাপ খুলে দেওয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন মোটরসাইকেলচালকেরা। বুধবারও রাজধানীর মগবাজার, বেইলি রোড, শ্যামলী, এয়ারপোর্ট ও তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে স্বল্প সময়ের জন্য বিক্ষোভের খবর পাওয়া গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর