
করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি পরামর্শ দিলে বিধিনিষেধের সময় বাড়তে পারে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
রবিবার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেছেন।
এ সময় তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ঈদের আগেও থাকবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
'ঈদের আগে বিধি-নিষেধ উঠবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'জীবনে অনেকবার ঈদ আসবে যদি বেঁচে থাকি।'
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: