কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ৫ মাসের শিশু

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২১, ২০:২৮

ছবি : ইন্টারনেট

কুষ্টিয়ায় ৫ মাসের শিশু আয়েশা করোনায় আক্রান্ত হয়েছে। গত বৃহস্পতিবার তার শরীরে প্রাণঘাতী অদৃশ্য ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

শুধু সে’ই না, তার পরিবারের দাদা-দাদি, চাচা, বাবা-মা, ভাইসহ আরও সাতজন করোনা আক্রান্ত। বুধবার তাদের শরীরে করোনা ধরা পড়ে। শিশুটিসহ পরিবারের সবাই হোম আইসোলেশনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন রয়েছে।

শিশু আয়েশার পরিবারের সদস্যরা জানান, আয়েশার বাড়ি আড়ূয়াপাড়ার ৭৫ আমিনুল হক বাদশা সড়কে। বৃহস্পতিবার সকালে মেয়েকে কোলে নিয়ে সদর উপজেলা পরিষদে যান আয়েশার মা। সেখানে শিশুটির র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করোনা হয়। আয়েশার দাদা-দাদি, চাচা, বাবা-মা, ভাইসহ সাতজন করোনাভাইরাসে আক্রান্ত। তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তাদের সঙ্গে যোগ হলো সেও।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ইনজামুল হক জানান, শিশুটির শরীরে সামান্য জ্বর ছাড়া আর কোনো লক্ষণ নেই।

উপজেলায় প্রতিদিন র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। সেখানে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন সেলিনা আক্তার চম্পা। তিনি বলেন, রিপোর্ট পজিটিভ আসার পর শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আয়েশার চাচা হাফিজুর রহমান বলেন, বুধবার আমাদের পরিবারের সাত সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে শিশু আয়েশারও রিপোর্ট পজিটিভ এসেছে। তার এখন কোনো উপসর্গ নেই। জ্বর ছিল, তাও চলে গেছে। সে খাওয়া-দাওয়া করছে। বিছানায় শুয়ে খেলছে। পরিবারের অন্যরাও ভালো আছেন। আয়েশার জন্য দোয়া চান তিনি।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত মাসে দেড় মাস বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। সে সুস্থ হয়েছে, ভয়ের কিছু নেই। বহু শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর