দেশে এসেছে মডার্নার তৈরি ১২ লাখ ডোজ টিকা

সময় ট্রিবিউন | ৩ জুলাই ২০২১, ০৮:৫২

ছবিঃ ইন্টারনেট

যুক্তরাষ্ট্র থেকে মডার্নার তৈরি ১২ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। আজ (শুক্রবার) রাত সাড়ে ১১টায় বিশেষ বিমানে এসব টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাকি ১৩ লাখ টিকা শনিবার সকালে দেশে পৌঁছাবে বলে নিশ্চিত হওয়া গেছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা দেশে এসেছে। এ ছাড়া চীন থেকে কেনা টিকার প্রথম চালানও আজ রাতেই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

হোয়াইট হাউস গত ২২ জুন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশ এবং এশিয়ার ১৮টি দেশে কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টিকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। কোভ্যাক্সের বরাদ্দকৃত টিকা থেকে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে ১২ লাখ টিকা দেশে পৌঁছাল আজ, বাকি ১৩ লাখ শনিবার সকালে পৌঁছাবে।

এদিকে ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, সিনোফার্মের তৈরি ২০ লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের দুটি কার্গো ফ্লাইট বেইজিংয়ের স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। রাতের মাঝেই ফ্লাইট দুটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ করোনার টিকা কিনতে বাংলাদেশ সরকার চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় প্রথম চালানে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ২০ লাখ টিকা পাঠাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর