প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন আজ (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।বিধি-নিষেধের আওতায় এই সময় বন্ধ থাকবে সব ধরনের যন্ত্রচালিত যানবাহন, শপিংমল, মার্কেট ও অফিস।
এই সময় বন্ধ থাকবে জাতীয় প্রেসক্লাবও। বুধবার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের গৃহীত কঠোর লকডাউনের (বিধিনিষেধ) সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সব সেবা ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, প্রেসক্লাবের সদস্যদের সাময়িক অসুবিধার জন্য ক্লাব কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে ক্লাবের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। ক্লাব অফিস সীমিত সময়ের জন্য খোলা থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: