সফরকালে চমৎকার আয়োজনের জন্য ঢাকাকে মোদির ধন্যবাদ জ্ঞাপন

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২১, ০৫:২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ ও ২৭ মার্চ তার সাম্প্রতিক দুই দিনের রাষ্ট্রীয় সফরে ‘চমৎকার ব্যবস্থা’ করার জন্য ঢাকাকে ধন্যবাদ জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে লিখেছেন আমি আমার সাম্প্রতিক বাংলাদেশ সফরের চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চিঠি লিখছি।

জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি।

চিঠিতে মোদি লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ উদযাপনের চমৎকার নিখুঁত আয়োজনের জন্য আমি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাতে চাই।

ভারতের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন। মোদি লিখেছেন, এই সফরের সময় আপনার (মোমেন) সঙ্গে ভাব বিনিময় করতে পেরে ভালো লেগেছে।

-বাসস



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর