দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতির আরও অবনতি এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সবশেষ ঘোষণা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত ছুটি ছিল।
গত ১৩ জুন বিশ্ববিদ্যালয় ব্যতিত সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর স্কুল-কলেজ খুলতে সব প্রস্তুতি নিতে নির্দেশনা আসে শিক্ষা মন্ত্রণালয় থেকে।শিক্ষার্থী ও অভিভাবক মহল থেকেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি এসেছে।
কিন্তু করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু সব রেকর্ড ছাড়িয়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সুপারিশ করেন কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি।
করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: