৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল বঙ্গবন্ধু কৃষি পুরস্কার

সময় ট্রিবিউন | ২৭ জুন ২০২১, ২১:৪৪

ছবি: ইন্টারনেট

৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান পেয়েছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। এই পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪২৪ বঙ্গাব্দের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী মো.আব্দুর রাজ্জাক পুরস্কারজয়ীদের হাতে পদক তুলে দেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষি গবেষণা, সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষের মত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ৫টি স্বর্ণপদক, ৯টি রৌপ্যপদক ও ১৮টি ব্রোঞ্জপদক।

পদকের পাশাপাশি বিজয়ীদের সনদ ও নগদ অর্থ দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্তরা ১ লাখ টাকা, রৌপ্যপদকপ্রাপ্তরা ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জ পদকপ্রাপ্তরা ২৫ হাজার টাকা করে পেয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর