বিশ্ব মেডিটেশন দিবস-২০২১ উপলক্ষে বান্দরবানে মেডিটেশন সেশন অনুষ্ঠিত

আশিকুজ্জামান খান, বান্দরবান | ২২ জুন ২০২১, ০৬:৩৬

ছবিঃ সংগৃহীত

বিশ্ব মেডিটেশন দিবস-২০২১ উপলক্ষে কিউ বি রিসোর্ট বান্দরবানের উদ্যোগে ও কোয়ান্টাম ফাউন্ডেশন বান্দরবান সেলের সহযোগিতায় ২০ জুন রবিবার বিকেল ৫টা থেকে ৬টা পযর্ন্ত একটি মেডিটেশন সেশন অনুষ্ঠিত হয়।

বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন এর মাসব্যাপী প্রোগ্রামের ধারাবাহিকতায় এই সেশনটি অনুষ্ঠিত হয়। মেডিটেশন সেশন প্রোগ্রামে কিউ বি রিসোর্টের ওনার মনোয়ারা বেগম ও মোঃ গোলাম নেওয়াজ বাবুল এবং উক্ত মেডিটেশন সেশন প্রোগ্রামে বান্দরবান সেলের অর্গানিয়ার মোঃ এহসানুল করিম, দায়িত্বশীল দৌলতুল কবীর খান, তাহিয়া রহমান উপমা, হিমালয় বড়ুয়া, মাসুদ মোস্তফা খান সহ কোয়ান্টাম ফাউন্ডেশন বান্দরবান সেলের অন্যান্য সদস্য ও এসোসিয়েটগণ উপস্থিত ছিলেন এবং শারিরীক ও মানসিক সুস্থতার জন্য মেডিটেশনের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

বিশ্ব মেডিটেশন দিবস ও বিশ্ব যোগ দিবস উপলক্ষে উক্ত প্রোগ্রামে মেডিটেশন এবং বঙ্গাসন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর