সাংবাদিক নির্যাতন দিবস আজ

সময় ট্রিবিউন | ২১ জুন ২০২১, ০৮:১৮

প্রতীকী ছবি।

আজ ২১ জুন সাংবাদিক নির্যাতন দিবস। ১৯৯২ সালের এই দিন তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর নির্দেশে পুলিশ জাতীয় প্রেসক্লাবে হানা দিয়ে সাংবাদিকদের ওপর নির্বিচারে হামলা চালায়।

এ দিন পুলিশের বেপরোয়া লাঠিপেটায় ১০-১২ জন সাংবাদিকসহ জাতীয় প্রেসক্লাবের সদস্যরা গুরুতর আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক এখনও ওই হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন। এরপর থেকে দেশের সাংবাদিক সমাজ ২১ জুনকে ‘সাংবাদিক নির্যাতন দিবস’ হিসেবে পালন করে আসছে।

এ দিবসটি উপলক্ষে প্রতি বছর সাংবাদিকরা নানা প্রতিবাদ সভার আয়োজন করে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর