ঢাকার দোহারে সাংবাদিকদের কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার লটাখোলা নতুন বাজার সংলগ্ন কার্যালয়টি তে আরটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, ৫২ টিভি, কালের কণ্ঠ, মানবজমিন, প্রতিদিনের সংবাদ, জনকণ্ঠ, নয়া দিগন্ত সহ স্থানীয় সাপ্তাহিক প্রিয় বাংলার সাংবাদিকরা তাদের সংবাদ সংক্রান্ত কাজ করে থাকেন।
বৃহস্পতিবার রাত দশটার দিকে কাজ শেষ করে কার্যালয় বন্ধ করা হয়। শুক্রবার অর্ধবেলা বন্ধ থাকায় বিকেলে সাংবাদিকরা কার্যালয় এলে সেখানে গ্লাস ভাঙচুর করা দেখা যায়। কার্যালয়ের সামনের সড়ক থেকে দুর্বৃত্তরা বড় আকারের দুটি পাটকেল নিক্ষেপ করে সামনের গ্লাসের পুরো অংশ ভেঙে ফেলে।
তাৎক্ষণিক ঘটনাটি দোহার থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে কার্যালয়ের ভেতর থেকে বড় দুইটি পাটকেল ও বিভিন্ন আলামত জব্দ করে।
এ বিষয়ে আরটিভি ও কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি অমিতাভ পাল জানান, এ ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে। বিষয়টি দোহার থানা পুলিশকে অবগত করা হয়েছে। এবং ঘটনাক্রমে দোহার থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
চ্যানেল 24 এ মানবজমিনের প্রতিনিধি শামীম আরমান জানান, শুক্রবার বিকেলে কার্যালয়ে এসে ভাংচুরের এমন দৃশ্য দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। সাংবাদিকদের কার্যালয়ে হামলার এমন ঘটনা মেনে নেওয়ার নয়।
এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মাসুদুর রহমান জানান, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: