বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২১ জেলেকে জীবিত উদ্ধার

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২১, ০৭:৫৯

ফাইল ছবি

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরের লালদিয়া এলাকায় ২৪ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এদের মধ্য থেকে ২১জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এখনো নিখোঁজ আছে তিন জেলে। তাদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

শুক্রবার (১৮ জুন) কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাথরঘাটার এফবি বিলকিস ট্রলার নিয়ে ২৪ জন জেলে সাগরে মাছ শিকার করতে যায়। শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে সাগর উত্তাল থাকায় জেলেসহ ট্রলারটি লালদিয়া এলাকায় ডুবে যায়। এসময় কোস্টগার্ডের পেট্রোলিং টিম জেলেদের দূর থেকে ভাসতে দেখে তাদের উদ্ধার অভিযান শুরু করে। ২১ জনকে উদ্ধার করা হয়। তবে এখনও তিন জেলে নিখোঁজ রয়েছেন।’

নিখোঁজ জেলেরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুবর্ণচর ইউনিয়নের মো. আলমগীর (৩৫), একই এলাকার মো. রিয়াজ (২০) এবং পাথরঘাটা উপজেলার ৭ নম্বর কালমেগা ইউনিয়নের মো. কালাম (৪০)।

উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে পাথরঘাটা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। এছাড়া নিখোঁজ তিন জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর