আগামীকাল শনিবার বান্দরবানে থানচি ও রুমা দুই উপজেলায় যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে কৃষিমন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. মো: আবদুর রাজ্জাক এমপি। কৃষি মন্ত্রীর আগমনে উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, আইন শৃংঙ্খলা বাহিনী এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।
উপজেলা প্রশাসনে সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রী থানচি উপজেলার কাজু বাদাম, কফি ও বিভিন্ন জাতের আমের বাগান পরিদর্শন ও কৃষকদের সাথে সরাসরি কথা বলবেন । শুনবেন কৃষকদের সমস্যা ও উপজেলার বিভিন্ন সম্ভাবনার কথা। এছাড়াও থানচি লিটক্রে সড়কে ৭ কিলোমিটার থাওয়াই ম্রো এর বাগানে কয়েকটি বৃক্ষ রোপন পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজনে থানচি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে এক মত বিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর(উশৈসিং) এমপি। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী এর মহাপরিচালক মো: আসাদুল্লাহ, বান্দরবানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। মত বিনিময় সভায় সভাপতিত্ব করবেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ।
আপনার মূল্যবান মতামত দিন: