রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ৪ তলা একটি ভবন হেলে পড়েছে পাশের ছয়তলা ভবনের ওপর।
১৭ জুন(বৃহস্পতিবার) প্রায় বেলা ৩ টায় খোলামোড়া রসুলবাগ মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। ভবনটি হেলে পড়ার সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলী শাহজান আলী, কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়াসহ প্রশাসনিক কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে এলাকাবাসী জানান, মোঃ মুক্তার হোসেন প্রায় ১০ বছর আগে চার তলা ভবনটি নির্মাণ করেন। ভবনটিতে পাঁচটি পরিবার বসবাস করতো। প্রথম দফায় তিনি বাড়িটি তিন তলা পর্যন্ত নির্মাণ করেন। পরে আরও একতলা সম্প্রসারণ করে ভবনটি চারতলা পর্যন্ত নির্মাণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে চার তলা ভবনটি পাশে ছয়তলা ভবনের ওপর হেলে পড়ে এরপর থেকে বাড়ির লোকজন অন্যত্র আশ্রয় নেয়।
সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে ভবনটিতে বাসরত ব্যক্তিদের নিরাপদ স্থানে এনে ভবন সিলগালা করে দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ভবন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আপনার মূল্যবান মতামত দিন: