
অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় আরও ১৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ছয় জন করোনা পজিটিভ এবং বাকী ৭ জন উপসর্গ নিয়ে মারা মারা গেছেন।
মৃতদের মধ্যে সাত জনের বয়স ৬০ বছরের নিচে এবং ছয় জনের বয়স ৬০ বছরের বেশি।
রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪১ জনকে পরীক্ষার পর ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩ দশমিক ৬৭ শতাংশ।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: