জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে গান গেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রামের চিলমারী বন্দর নিয়ে ভাওয়াইয়া সম্রাট শিল্পী আব্বাস উদ্দিনের গাওয়া ‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে’ এই গানের দুটি লাইন গেয়ে শোনান আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের।
গানের আগে তিনি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে কুড়িগ্রামের চিলমারীতে নদী বন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর গান গাওয়ার বিষয়টি জানান। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চিলমারী নিয়ে একটা গান আছে, ‘ওকি গাড়িয়াল ভাই…হাঁকাও গাড়ি তুই চিল মারির বন্দরে রে'। আপনারা এই গানটা কেউ জানেন?
পরিকল্পনামন্ত্রী জানান, একনেকে ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৭৯৪ কোটি ৩ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন সহায়তা পাওয়া যাবে ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: