মহাখালীর সাততলা বস্তির ‌আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | ৭ জুন ২০২১, ১৯:৪৮

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভোর রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৭ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহাখালীর সাততলা বস্তিতে ভোর ৪টার দিকে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি কাজ শুরু করলেও পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরও বাড়ানো হয় ১০ ইউনিট।

ফায়ার সার্ভিস এর কর্মকর্তা জানান, আগুন লাগার পরপরই নিজেদের জানমাল নিয়ে ঘর ছেড়েছেন বস্তির বাসিন্দারা। বস্তির সামনের রাস্তায় জিনিসপত্র নিয়ে অবস্থান করছেন তারা। এ পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাশাপাশি পুলিশ ও র‌্যাব নিরাপত্তার দায়িত্বে কাজ করেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আমরা তদন্ত করে বিস্তারিত তথ্য জানাবো।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর