চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ৯টি গ্রাম লকডাউন

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ০১:৫৪

লকডাউন-প্রতীকী ছবি

অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার ৯টি গ্রাম লকডাউন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন ভারত সীমান্তবর্তী দামুড়হুদা এ গ্রামগুলোতে ৭ দিনের লকডাউন ঘোষণা করে।

গ্রামগুলো হলো কুড়ালগাছি ইউনিয়নের ফুলবাড়ি, চাকলিয়া, ঠাকুরপুর এবং পারকৃপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাডাঙ্গা, কামারপাড়া, বাড়াদি, নাস্তিপুর, ছোটবলদিয়া, বড়বলদিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, 'চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে করোনাভাইরাস বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন রোববার সকাল থেকে ১২ জুন পর্যন্ত ৭ দিনের লকডাউন ঘোষণা করে। সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় চায়ের দোকানগুলো।'

তিনি বলেন, 'লাল পতাকা টানিয়ে ও বাঁশ দিয়ে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।'

দিলারা রহমান আরও বলেন, 'ভারতীয় ভ্যারিয়েন্ট যেন ছড়িয়ে না পড়ে এবং করোনা বৃদ্ধি না পায়, সেজন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো।'

এর আগে গত ২ জুন কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর, হরিরামপুর, জাহাজপোতা, পীরপুরকুল্লা, মুন্সিপুর, কুতুবপুর ও হুদাপাড়া গ্রাম লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর