১৩ জুনের মধ্যে টিকা পাঠাতে প্রস্তুত চীন

সময় ট্রিবিউন | ৬ জুন ২০২১, ০১:১৬

করোনাভাইরাসের টিকা নিচ্ছেন এক ব্যক্তি-ফাইল ছবি

দ্বিতীয় দফায় বাংলাদেশকে উপহার হিসেবে যে ছয় লাখ টিকা দেওয়ার কথা, তা আগামী ১৩ জুনের মধ্যে হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে চীন। তবে বাংলাদেশ কখন চীনের উপহারের টিকা নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার দুপুরে ঢাকায় চীন দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে ১২ মে বাংলাদেশকে পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছিল চীন। দ্বিতীয় দফায় যে ছয় লাখ টিকা বাংলাদেশকে চীন দিচ্ছে, সেটাও সিনোফার্মের তৈরি।

উপহারের ছয় লাখ টিকার বিষয়ে হুয়ালং ইয়ান বলেন, ‘জুনের ১৩ তারিখের মধ্যে ওই টিকা হস্তান্তরের জন্য আমরা তৈরি রয়েছি। তবে বাংলাদেশ কখন তা নেবে, সেটা এখনো ঠিক হয়নি। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়গুলো চূড়ান্ত হয়ে যাবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর