ভৈরবে কিশোর গ্যাংয়ের হাতে চেয়ারম্যানপুত্র খুন

সময় ট্রিবিউন | ২ জুন ২০২১, ২১:৪০

নিহত স্কুল ছাত্র প্রবাল ভূঁইয়া

কিশোরগঞ্জে ভৈরবে প্রবাল ভূঁইয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছেন। পুলিশ ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকার সরদার হোটেলের পেছনে শাকিল মটরস নামের একটি দোকানের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে।

নিহত প্রবাল ভৈরব বাসস্ট্যান্ড এলাকার বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান মাতৃকা জেনারেল হাসপাতালের মালিক হোসেন ভূঁইয়ার ছেলে। হোসেন ভূঁইয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তিনি পরিবার নিয়ে হাসপাতালের উপর তলায় বসবাস করেন। নিহত প্রবাল তার ৪ ছেলে ও এক কন্যা সন্তানের মধ্যে ৪র্থ ছিলেন। তিনি গত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় চলতি বছর পরীক্ষার জন্য অপেক্ষমাণ ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় কয়েক কিশোরের মাঝে ঝগড়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাসস্ট্যান্ড এলাকার জিল্লুর রহমানের ছেলে এবং পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম শিমূলের চাচাতো ভাই, স্থানীয়ভাবে কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত অন্তর (১৮) ও তার কয়েক সহযোগীকে রক্তমাখা কাপড় নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যেতে দেখেন স্থানীয় লোকজন।

পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যে কাউন্সিলর শিমুলের মালিকানাধীন সরদার হোটেল এবং রেস্টুরেন্টের পেছনের শাকিল মটরসের তালা ভেঙে রুমে প্রবেশ করে প্রবালের লাশ দেখতে পায়।

রুমের দেয়াল ঘেঁষে কাত হয়ে পড়ে থাকা রক্তাক্ত লাশটির পাশে একটি খালি চটের বস্তা পড়ে ছিল। খুনের পর লাশটিকে বস্তাবন্দী করে গুমের উদ্দেশ্যে বস্তাটি আনা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ বুধবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলেও জানান ওসি।

এদিকে নিহত প্রবালের ভাই ডা. প্রিন্স ভূঁইয়া জানান, এই চক্রটি এর আগে ঈদের দিনও তার ছোট ভাইয়ের উপর আক্রমণ করেছিল। তখন তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। এটিকে সমবয়সীদের ঝগড়া বলে মনে করেছিলেন তারা।

তবে সে ঘটনার পর থেকে প্রবাল খুব আতঙ্ক আর ভয়ের মাঝে দিন কাটাতো। খুব একটা বাইরে বের হতো না।

তিনি দাবি করেন, তার ভাইকে অন্তর চক্রটি পরিকল্পিতভাবে হত্যা করেছে। লাশ দাফন-কাফনের পর অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবেন বলেও জানান। ছোট ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর