হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ২১:৪১

ছবি: সংগৃহীত

আদালতে নেয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি পলাশকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি গ্রেফতারের বিষয়টি মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩১ মে) বিকেলে মদন উপজেলার কাইটাইল ইউনিয়ের খাগুরিয়া থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে জনতা। পরে থাকে মদন থানা পুলিশে সোপর্দ করা হয়।

তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সোমবার দুপুরে সিএনজিতে করে তাকে নেত্রকোনা আদালতে নেয়া হচ্ছিল। থানা থেকে মদন বাজার নামক স্থানে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। তখন হাতকড়া নিয়ে পালিয়ে যান আসামি। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই পাশের উপজেলা কেন্দুয়া থেকে তাকে গ্রেফতার করে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর