কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সময় ট্রিবিউন | ১৭ মার্চ ২০২৪, ১৭:১৩

সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন।

তিনি বলেন, বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-জামালপুর রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ট্রেনের ইঞ্জিনের সাথে থাকা লক ভেঙে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের একাধিক পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম গেছে। আমরা এটা নিয়ে কাজ করছি। দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর