সম্পত্তির লোভে পরিবারের সবাইকে কুপিয়েছে ‘মাদকাসক্ত’ ছেলে

সময় ট্রিবিউন | ৩১ মে ২০২১, ০৭:১৪

ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে সম্পত্তির জন্য মা-বাবা ও তিন বোনকে কুপিয়ে জখম করেছে কামাল হোসেন (৩০) নামে এক ব্যক্তি।

রোববার (৩০ মে) সকাল ১০টার দিকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলুশ্রী গ্রামের বসুমিয়া বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

‘মাদকাসক্ত’ ছেলে কামাল হোসেনকে প্রধান আসামি করে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা শাহাজ উদ্দিন (৬৬)।

উভয়পক্ষের লোকজন আহত হয়েছে বলে পরস্পর বিরোধী অভিযোগ দিয়েছে। তবে বৃদ্ধ শাহাজ উদ্দিন পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী মনোয়ারা বেগম, কন্যা আমেনা বেগম, পাখি আক্তার ও তানিয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন।

শাহাজ উদ্দিন জানান, আমার মেয়ে পাখির বিয়েবিচ্ছেদের টাকায় কেনা জমি অপর মেয়ে আমেনা বেগমের কাছে বিক্রি করেন। কামাল ওই জমির ৩ শতাংশ তাকে দেয়ার জন্য দীর্ঘদিন থেকে চাপ দিয়ে আসছিল। আমি এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় সে মাদকাসক্ত লোকজন নিয়ে আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে। সে নিজেও মাদক সেবন করে।

তিনি বলেন, রোববার সকালে কামাল, তার স্ত্রী পূর্ণিমাসহ বহিরাগতরা আমার মেয়ে আমেনা বেগমের বসতঘরে হামলা চালায়। সন্ত্রাসীরা আমেনাকে কুপিয়ে তার ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তাকে বাঁচাতে গেলে বৃদ্ধ শাহাজ, তার স্ত্রী মনেয়ারা ও কন্যা পাখি ও তানিয়াও আহত হয়।

এ ব্যাপারে শাহাজ উদ্দিন বাদী হয়ে ‘মাদকাসক্ত’ কামালসহ আসামিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই ছেলের উপযুক্ত শাস্তির দাবিও করেন পাঁচ ছেলে ও চার মেয়ের জনক শাহাজ উদ্দিন।

অপর দিকে কামাল হোসেন জানান, সে পেশায় একজন রিকশাচালক। রোববার সকালে তার ছেলে ওই বোনের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে তার স্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর