সারা বিশ্বের মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।
বাংলাদেশের আকাশে গতকাল সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। গতরাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খেয়ে আজ মঙ্গলবার মহিমান্বিত এই মাসের প্রথম রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: