অসুস্থ বৃদ্ধা মা'কে হুইলচেয়ার দিলেন ইউএনও

আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধি: | ২৮ মে ২০২১, ২১:৫০

ছবি : সময় ট্রিবিউন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (২৭ মে) ৬৮ বছর বয়সী খিরু বেওয়া নামে এক হতদরিদ্র অসুস্থ বৃদ্ধা মা'কে হুইল চেয়ার দিয়ে সহযোগীতা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির।

হতদরিদ্র অসুস্থ খিরু বেওয়া উপজেলার ধুলঝাড়ি গ্রামের মৃত ধনজয় কুমারের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে ইউএনও'র প্রতিনিধি হিসেবে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জাহেরুল ইসলাম অসুস্থ বৃদ্ধা মা'র বাড়িতে গিয়ে হুইল চেয়ারটি পৌছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈলের কৃতি সন্তান ও শহীদ সোহরাওয়ার্দী হল বাকৃবি'র ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাদিম আল মুন্না, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন নেসা মুজিব হল শাখা, বাকৃবি'র সাংগঠনিক সম্পাদক এ জেড এম বর্ণী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী রুবন ও রাণীশংকৈল জাতীয় শিশু কিশোর পরিষদের ক্রীড়া সম্পাদক আল মাসুম পারভেজ।

হুইল চেয়ার পেয়ে অসুস্হ বৃদ্ধা খিরু বেওয়া অনেক খুশি।, মায়ের এমন খুশিতে তার ছেলে ও গ্রামবাসী উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবিষয়ে নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন,অসুস্থ বৃদ্ধা মায়ের পরিবারের আর্থিক সংকট থাকায় তারা হুইল চেয়ার কিনতে পারেননি। খোঁজ নিয়ে আমরা একটি হুইল চেয়ারের ব্যবস্থা



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর