সচিবের সাথে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক, দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

সময় ট্রিবিউন | ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:১৩

সচিবের সাথে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক, দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ের এই সচিব সভা অনুষ্ঠিত হয়। কোনো নির্দিষ্ট এজেন্ডা ধরে নয়; প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের কর্মকর্তা আছেন ৮৭ জন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, কর্তৃপক্ষ, কমিশন ও কর্পোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর