দেশের মিডিয়া প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ। তাদের মিডিয়া প্রতিষ্ঠান গুলোতে সাংবাদিক রয়েছে অনেক।
দেশে সম্প্রতি গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়া'র ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকেই সমালোচনায় আসেন বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর।
এরপর উঠে আসে বসুন্ধরা গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে সাংবাদিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করা নিয়ে নানা অভিযোগ। সোশ্যাল মিডিয়াতে অসংখ্য স্ট্যাটাসের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ, বাংলা নিউজসহ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত সাংবাদিকরা অভিযোগ করছে তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধের বিষয়ে।
সাংবাদিক মহল বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিবাদ করলে গুঞ্জন ছড়িয়ে পরে চারদিকে। পরে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ তাদের সকল সাংবাদিকদের পাওনাদি বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করে ঈদ উল ফিতরের আগেই। তবে সেই ঈদ চলে গেলেও চাকরিচ্যুত সাংবাদিকরা এখনও বুঝে পায়নি তাদের কোন বকেয়া টাকা।
ইতোমধ্যে ফেসবুকে দেশের সাংবাদিকদের পরিচালনায় "Our Media, Our Right" নামে একটি পেজ ও গ্রুপে তারা অভিযোগ করে পোস্ট দিয়ে যাচ্ছেন। এতে দুঃখ প্রকাশ করছেন সাংবাদিক মহল।
এ বিষয়ে চাকরি ছেড়ে আসা এক সাংবাদিক বলেন, শ্রম আইন অনুযায়ী আমরা গ্রাচুইটি, অর্জিত ছুটি ও বিনোদন ছুটির বকেয়া টাকা পাব কিন্তু বসুন্ধরা গ্রুপ দেয়নি। এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা দ্রুত পরিশোধের দাবি জানাচ্ছি।
বকেয়া পাওনাদির বিষয়ে জানতে চাইলে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব জানান, ঈদের আগেই সাংবাদিকরা তাদের পাওনাদি পাবেন বলে এমন কোন সুনির্দিষ্ট তারিখ আমরা দেইনি। তবে তাদের পাওনা বকেয়া টাকা অবশ্যই তারা পাবে। সে বিষয়ে আমরা অফিশিয়ালি একটা সিদ্ধান্ত নিয়েছি। একটু সময় দিতে হবে আমাদের।এখানে একটু প্রসেসিং এর বিষয় রয়েছে। চাকরি হারানো কয়েকজন সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই আমরা সকলের পাওনাদি বুঝিয়ে দেব।
আপনার মূল্যবান মতামত দিন: