শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ০১:৫৯

ভারতীয় আবহাওয়া দপ্তরের জানিয়েছে, ‘অতিপ্রবল ঘূর্ণিঝড়’ থেকে দুর্বল হয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ইয়াস বালাসোর থেকে ১৫ কিলোমিটার দূরে উত্তর ওড়িশা উপকূলে প্রবেশ করে। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিমে সরে যাবে এবং আরও দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছিল, ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ইয়াস আঘাত হানতে পারে। তবে স্থানীয় সময় দুপুর ২টায় ঘূর্ণিঝড়টির তীব্রতা না বাড়ায় সংশোধিত পূর্বাভাসে জানানো হয়, বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

মধ্যরাতের পর ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশার মায়ুরভাঞ্জ জেলা অতিক্রম করবে। ওই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। তার আগে ইয়াস দুর্বল হয়ে ঝাড়খান্ডের দিকে যেতে পারে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর