বৈশ্বিক কোন শক্তির কাছে বাংলাদেশ এবং জনগণ মাথা নত করবে না : শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন | ২৩ জানুয়ারী ২০২৪, ২৩:০৯

বৈশ্বিক কোন শক্তির কাছে বাংলাদেশ এবং জনগণ মাথা নত করবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বৈশ্বিক কোন শক্তির কাছে বাংলাদেশ এবং জনগণ মাথা নত করবে না।

তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা কোন ব্যক্তি যদি বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় সরকার সেটা শক্তিশালীভাবে মোকাবেলা করবে।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক শিক্ষামন্ত্রীর সাথে তার অফিসে সাক্ষাৎ করতে আসলে সেময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার সকল দেশের সাথে 'বন্ধুত্ব কারো; কারো সাথে বৈরিতা নয়'-বঙ্গবন্ধুর এই দর্শন সামনে নিয়ে কাজ করবে।

তিনি বলেন, তবে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবে।
এই সময় ব্রিটিশ হাই কমিশনার শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী এই সময় বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় সহযোগিতার প্রস্তাব দেন।
সারাহ কুক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

উচ্চশিক্ষায় অ্যাক্রিডিটেশন প্রসেজ এবং কোয়ালিকেশন ফ্রেমওয়ার্কের ক্যাপাসিটি ডেভেলপমেন্টে এক সাথে কাজ করার বিষয়ে মিটিংয়ে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে যুক্তরাজ্য কিভাবে কাজ করতে পারে এই বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন,এক বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের সমঝোতার মাধ্যমে কোন কোর্স চালু করতে চাইলে সরকার তা ইতিবাচক ভাবে দেখবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর