শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রীর অভিনন্দন

সময় ট্রিবিউন | ২২ জানুয়ারী ২০২৪, ১৪:০৯

শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা। সোমবার (২২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘চেক প্রজাতন্ত্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমি গভীরভাবে মূল্য দিই এবং আমি বিশ্বাস করি যে আমাদের দুই দেশের পারস্পরিক কল্যাণে আমরা এই সম্পর্ককে গভীর ও জোরদার করা অব্যাহত রাখব।’

তিনি দ্বিপক্ষীয় পর্যায়ে এবং অভিন্ন স্বার্থের সব ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থায় সহযোগিতা আরও উন্নয়নে তার দেশের আগ্রহের বিষয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করে আপনার দাবি করা কাজের সার্বিক সাফল্য কামনা করছি।’

চলতি মাসে জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো দায়িত্ব নেন শেখ হাসিনা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর