নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রথম অফিস আজ

সময় ট্রিবিউন | ১৪ জানুয়ারী ২০২৪, ১৩:০২

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রথম অফিস আজ

সরকার গঠনের পর রবিবার (১৪ জানুয়ারি) থেকেই কার্যক্রম শুরু করতে যাচ্ছেন নতুন মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ সকাল থেকে তারা তাদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে বসেন।

মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণে সব রকমের প্রস্তুতি শেষ করেছে স্ব স্ব মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট পরিবর্তন করা হয়েছে।

জানা গেছে, মন্ত্রীরা সচিবালয়ে পৌঁছলে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাবেন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। এরপর সম্মেলনকক্ষে হবে পরিচিতি সভা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন নতুন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়। এবার প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর