রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জায়গায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। কাঠফাটা রোদে নাজেহাল অবস্থা মানুষ সহ পশুপাখির। তবে আজ সোমবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গা থেকে এ তাপপ্রবাহ কমতে পারে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘যশ’–এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামী ২৬ মে যশ ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে
আপনার মূল্যবান মতামত দিন: