আচরণবিধি প্রচার করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২৩, ২০:৫০

আচরণবিধি প্রচার করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রচারের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২০ ডিসেম্বর) ইসি’র লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন শাখা থেকে নির্দেশনাটি সব রিটার্নিং কর্মকর্তা, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশন থেকে প্রার্থীর আচরণবিধি ও ভোটারদের সচেতনতামূলক বেশকিছু টিভিসি, থিম সং, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ও অ্যানিমেশন কন্টেন্ট নির্মাণ করা হয়েছে, যা জনস্বার্থে বহুল প্রচার প্রয়োজন।

নির্মিত এসব টিভিসির মধ্যে গত ৪ ডিসেম্বর আচরণবিধি সম্পর্কিত পাঁচটি ও ১৯ ডিসেম্বর সাতটি টিভিসি, একটি থিম সং, দশটি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ও পাঁচটি অ্যানিমেশন কন্টেন্ট কমিশনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে।

আপলোড করা টিভিসি, থিম সং, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ও অ্যানিমেশন কন্টেন্ট নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের বিলবোর্ড/এলইডি স্ক্রিন (যদি থাকে) ও স্থানীয় ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে বহুল প্রচারের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর