সিলেটে মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২৩, ১৫:০৮

সিলেটে মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ও দলের পক্ষে প্রচারণা শুরু করতে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট পৌঁছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিন বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উজ্জীবিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনার আগমন ঘিরে তোরণ, ব্যানার-ফেস্টুনে সেজেছে সিলেট নগরী। জনসভায় প্রায় ১০ লাখ লোকের সমাগমের লক্ষ্যে কাজ করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর