আজ বিজিবি দিবস

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২৩, ১১:০০

আজ বিজিবি দিবস

আজ ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৩। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিজিবির পক্ষ থেকে নিয়মিত কর্মসূচি নেওয়া হলেও এবার আনুষ্ঠানিক কুচকাওয়াজ হচ্ছে না।

বিজিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন সামনে রেখে এবার বিজিবি দিবসের কর্মসূচি ছোট করা হয়েছে। আজ সকালে মহাপরিচালকের সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হবে। পরে ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি বিশেষ দরবার নেবেন। এ ছাড়া সদর দপ্তরসহ বিজিবির বিভিন্ন সেক্টর ও রিজিওন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর