-2021-05-23-18-06-41.jpg)
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় জামিনে কারামুক্তির পর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। মুক্তি পাওয়ার পর রোজিনা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিকতা চালিয়ে যাব। সাংবাদিকসহ যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।’
সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় ছয় দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার বিকাল ৪টা ২০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান এই অনুসন্ধানী সাংবাদিক। কারফটকে উপস্থিত রোজিনার পরিবারের সদস্যরা একটি প্রাইভেটকারে করে তাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।
এর আগে কারাফটকে রোজিনা ইসলামকে ফুল দিয়ে বরণ করেন তার পরিবারের সদস্য, সহকর্মী ও সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
রোববার সকালে ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লা পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন
আপনার মূল্যবান মতামত দিন: