সাম্প্রদায়িক অপশক্তিকে রুখবো এটাই আজকের দিনের অঙ্গীকার : ওবায়দুল কাদের

সময় ট্রিবিউন | ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯

সাম্প্রদায়িক অপশক্তিকে রুখবো এটাই আজকের দিনের অঙ্গীকার : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তবে অগ্রগতি-সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। দেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে ও গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাড়িয়েছে; এরা শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, দেশের রাজনীতি ধ্বংস করাই এদের মূল লক্ষ্য।

ওবায়দুল কাদের আরও বলেন, এই অপশক্তিকে রুখবো এটাই আজকের দিনের অঙ্গীকার। অসাম্প্রদায়িক রাজনীতিবিরুদ্ধ শক্তিকে প্রতিহত করবো, পরাজিত করবো।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর