২৬ মার্চের আগেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সময় ট্রিবিউন | ১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫

২৬ মার্চের আগেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আগামী ২৬ মার্চের আগেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের একটি সংজ্ঞা আছে, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদের বিচার হচ্ছে। তবে রাজাকার, আলবদর, আলশামস ছিল ব্যাপক হারে, অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না আসার কারণে সবার বিচার হয়নি। তবে, একটি তালিকা প্রণয়নের দাবি দীর্ঘদিনের। ইতোমধ্যে মহান সংসদে আইন পাস হয়েছে। যারা সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, বাড়িঘর পুড়িয়েছে, লুণ্ঠন করেছে, মানুষকে পাশবিক অত্যাচার করেছে, তাদের তালিকা প্রণয়নের জন্য সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান এমপির নেতৃত্বে উপকমিটি হয়েছে। তারা সেসব তালিকা করছেন, তবে সেটা এখনও শেষ হয়নি। এটি দুঃখজনক।’

শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ‘গতকালকেও আমাদের সর্বশেষ মিটিং হয়েছে। আমরা আশা করি, আগামী ২৬ মার্চের পূর্বেই পূর্ণাঙ্গ তালিকা হয়ে যাবে।’

তালিকা প্রকাশ বিলম্বিত হওয়ার কারণ জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা তালিকা প্রকাশ করেছি। এখন বিভিন্ন এলাকা থেকে আবেদন আসতেছে, যারা নাকি শহীদ বুদ্ধিজীবী। কিন্তু, সবাইকে তো আর বুদ্ধিজীবী ভাবা যায় না। শুধু শহীদ হলেই হবে না, শহীদ তো ৩০ লাখ মানুষ হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর