আশা করা যাচ্ছে ভোটারদের ভালো উপস্থিতি থাকবে : নির্বাচন কমিশনার আলমগীর

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ৫ ডিসেম্বর ২০২৩, ১৮:১৫

আশা করা যাচ্ছে ভোটারদের ভালো উপস্থিতি থাকবে : নির্বাচন কমিশনার আলমগীর
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। পরিস্থিতি অনুসারে নির্বাচনে শান্তিপুর্ণ পরিবেশ রয়েছে। আশা করা যাচ্ছে ভোটারদের ভালো উপস্থিতি থাকবে। এছাড়া ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের কাজ না। এটা প্রার্থীদের কাজ। নির্বাচনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও।
 
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা।
 
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিং করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এ সব কথা বলেন।
 
প্রশাসনে রদবদল সম্পর্কে তিনি আরো বলেন, অতীতেও হয়েছে। অনেকের প্রস্তাব ছিল তাই পরিবর্তন হবে।
 
এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিলায় সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন  ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা,র‍্যাবের অ্যাডিশনাল ডিআইজি মোঃ মহিবুল ইসলাম খানসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তর প্রধান ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর