ইসলামপুরে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ

সময় ট্রিবিউন | ২১ মে ২০২১, ০৪:১৮

ছবি: সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে শারীরিক নির্যাতন ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে উপজেলার সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফিরোজ খান লোহানী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসকাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের খাদেমুল হক বাবুল, দৈনিক মুক্ত আলোর প্রতিনিধি অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেজ, দৈনিক বাংলাদেশের খবর ও ডেইলি বাংলাদেশের আব্দুস সামাদ, দৈনিক গণমুক্তির কোরবান আলী, দৈনিক মানচিত্রের একেএম দোলন বিশ্বাস, আমাদের সময়ের আবদুল্লাহ আল নোমান, জামালপুর লাইভের সাহিদুর রহমান, আনন্দ টিভির ইয়ামিন মিয়া, ভোরের দর্পণ এর সাদ্দাম হোসেন, দৈনিক সবুজ নিশানের মোঃ আব্দুর রহিম, উত্তরা নিউজের মশিউর রহমান, দৈনিক তথ্যধারার রুবেল মিয়া, দৈনিক যুগান্তরের হোসেন আলী, দৈনিক দুর্জয় বাংলার হোসেন আলী শাহ্ ফকির।

বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জোরালোভাবে অনুরোধ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর