আওয়ামী লীগ নেতা হারিছ উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সময় ট্রিবিউন | ১৭ নভেম্বর ২০২৩, ২১:২৮

আওয়ামী লীগ নেতা হারিছ উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হারিছ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গাজীপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি হারিছ উদ্দিনের বয়স হয়েছিল ৭৪ বছর।
আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর