উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন শাহজাহান ও ফারুক

সময় ট্রিবিউন | ১৫ নভেম্বর ২০২৩, ২২:১৯

উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন শাহজাহান ও ফারুক

একাদশ জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মো. শাহজাহান আলম এবং লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ গোলাম ফারুক শপথ নিয়েছেন ৷

বুধবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান আলম ও মোহাম্মদ গোলাম ফারুক রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর