১০০ সাংবাদিক ও কর্মচারীকে ছাঁটাই করলো জনকণ্ঠ

এ কে এম নাজমুল হক | ১৬ মার্চ ২০২১, ১৯:৩১

ছবিঃ সংগৃহীত

দেশের বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দৈনিক জনকন্ঠ থেকে ১০০ গনমাধ্যম কর্মী চাকুরিচ্যুত করার অভিযোগ উঠেছে।

চাকুরিচ্যুত সাংবাদিক, জনকন্ঠের মালিকপক্ষ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ২০ মার্চ ত্রিপক্ষীয় বৈঠকে গন ছাঁটাইয়ের ব্যাপারে সমাধান খোঁজা হবে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ২০ তারিখ পর্যন্ত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছে চাকুরিচ্যুত সাংবাদিকরা।

গতকাল গভীর রাত পর্যন্ত জনকন্ঠ ভবণের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে চাকুরিচ্যুত সাংবাদিক এবং বিভন্ন সাংবাদিক সংগঠনের নেতা কর্মীরা।

বেতন-ভাতা ও ইনক্রিমেন্ট দাবি করায় দৈনিক জনকণ্ঠের ৬০ শতাংশ (শতাধিক লোক) সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানের সম্পাদক ও মালিকের পক্ষ থেকে ৬০ শতাংশ কর্মীর ইমেইলে ১৫ মার্চ একটি করে টার্মিনেশন লেটার (অব্যাহতিপত্র) পাঠানো হয় এবং ওই নির্দেশ ১৫ মার্চ (সোমবার) থেকেই কার্যকর করা হবে বলে জানানো হয়।

অভিযোগ রয়েছে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিল জনকন্ঠ। সকাল থেকেই জনকন্ঠ ভবনের ভিতর ও সামনে অবস্থান নেয় মালিক পক্ষ এবং পুলিশ



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর