কাল থেকে লঞ্চে উঠবে অর্ধেক যাত্রী, বাড়ছে ভাড়াও

সময় ট্রিবিউন | ৩১ মার্চ ২০২১, ২১:৪৮

বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে লঞ্চে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়।

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশ মেনে বাস ও ট্রেনের মতো লঞ্চেও ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এছাড়া লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়াও বাড়ছে।

আগামীকাল বৃহস্পতিবার (০১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে লঞ্চ।

বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর