ভারত থেকে আসা যাত্রীদের থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে

সময় ট্রিবিউন | ৩১ মার্চ ২০২১, ২১:১৪

ফাইল ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে নির্দেশনা কার্যকর করা হয়েছে।

বুধবার থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

তিনি বলেন, বেনাপোল শহরে ২০০ থেকে ২৫০ জন ধারণক্ষমতার আবাসিক হোটেল আছে। অথচ বেনাপোল দিয়ে এখন প্রতিদিন যাত্রী আসছেন ৪০০ থেকে ৫০০ জন। এ কারণে যশোর শহরের হোটেলে হয়তো যাত্রীদের সরিয়ে আনতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নেব। আপাতত আমরা সরকারি নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে এ ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নির্দেশনাপত্রটি যশোর জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, বেনাপোল ইমিগ্রেশন ও পুলিশের হাতে আসে। নির্দেশনায় ভারত থেকে আসা যাত্রীদের নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর