বিএনপির নেতাদের উদ্দেশে

তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে শায়িত : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | ১৯ অক্টোবর ২০২৩, ১৬:৫৫

তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে শায়িত : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন ভুলপথে চলেছে। বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভুলপথ ছাড়ুন ও নির্বাচনের পথে আসুন। আপনাদের দাবির তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে শায়িত।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য দেন।

দেশবাসীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা যদি দেশকে ভালোবাসেন, যদি মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, যদি স্বাধীনতাকে ভালোবাসেন, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব, ১৫ বছর আগের বাংলাদেশের দিকে তাকান আর ১৫ বছর পর আজকের বাংলাদেশের দিকে তাকান।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর