কাভার্ডভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নিহত ২

সময় ট্রিবিউন | ১৭ মে ২০২১, ২২:৫৪

সোমবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন-ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১৭ মে) সকাল ৮ টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নজরুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ সুজন (২৮) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত (৩০)। তারা দুই জন সম্পর্কে চাচাতো ভাই। ফয়সাল আরাফাত  রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ফয়সাল আহমেদ সুজন বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর