রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর আজ

সময় ট্রিবিউন | ৫ অক্টোবর ২০২৩, ১৪:২৮

ছবি: টি বি এস

নিউক্লিয়ার ক্লাবের ৩৩তম সদস্য দেশ হিসেবে তালিকাভুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার(৫ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হবেন এ আয়োজনে।

এরইমধ্যে রূপপুরে পৌঁছেছে ৭৫ টন ইউরেনিয়াম। উৎপাদন শুরুর পর টানা ১৮ মাস এই জ্বালানি দিয়েই চলবে ১২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট।

রূপপুর পারমাণবিক কেন্দ্র বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি বদলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে এই প্রকল্প।

আন্তর্জাতিক সকল মান ও নিরাপত্তা প্রটোকল মেনে তৈরি এই প্রকল্প নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি উত্পাদনে গেলে দেশের উত্তরাঞ্চলের চেহারা বদলে যাবে বলে আশাবাদী তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর