'ইভিএমে কারচুপির সুযোগ নেই'

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৩ জুলাই ২০২৩, ০৪:৪২

সংগৃহীত ছবি

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপির সুযোগ নেই। তাই ইভিএমে প্রত্যেককে আস্থা রাখতে হবে। প্রার্থী ও ভোটারদের সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

বুধবার (১২ জুলাই) দুপুরে প্রথমবারের মতো সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘আমি সিরাজগঞ্জের মেয়ে। গ্রামেই বেড়ে উঠেছি। আমি দেখেছি এলাকার মেয়েরা নির্বাচন এলে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়ে ভোট দেখতে বাবার বাড়ি চলে আসে। এ দেশের মানুষের কাছে যেকোনো নির্বাচনই উৎসবের মতো।’

তাড়াশ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসনীম উর্মির সঞ্চালনায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক, বাবুল শেখ, শহিদুল ইসলাম, আলামিন হোসেন, কাউন্সিলর প্রার্থী রোখসানা খাতুন, আমিনা খাতুন, বাবু তালুকদার, সাহাবর হোসেন খান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর