ফিলিস্তিনে বঙ্গবন্ধুর নামে সড়ক, শেখ হাসিনার নামে বাড়ি

সময় ট্রিবিউন | ১৬ মে ২০২১, ২২:০২

ফাইল ছবি

ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত হেবরন শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করা হয়েছে একটি বাড়ির।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী নুরি আল মালিকি জানিয়েছেন, হেবরন শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

এদিকে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান জানিয়েছেন, ফিলিস্তিনিরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। সে কারণে ফিলিস্তিনে শেখ হাসিনার নামে একটি বাড়ির নামকরণ করা হয়েছে।

সম্প্রতি আল-আকসা মসজিদ এলাকায় ইসরাইলের হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরাইলের হামলায় নিন্দা জানান। তিনি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর